লালপুরে অগ্নিকান্ডে ৩ বসতঘর পুড়ে ছাই
লালপুর (নাটোর) সংবাদদাতা
নাটোরের লালপুরে অগ্নিকান্ডে ৩ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (০৫ অক্টোবর) দুপুরে উপজেলার পলাশী ফতেপুর গ্রামের শামসুল হকের বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
শামসুল হক পলাশী ফতেপুর গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে। পরে স্থানীয়রা ও লালপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত রান্না ঘর থেকে হয়েছে বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত শামসুল হক জানান, শুক্রবার দুপুরে রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে তিনটি ঘরে ছড়িয়ে পড়ে। মুহুর্তের মধ্যেই আমার ৩ টি বসত ঘরসহ ঘরের মধ্যে থাকা নগদ অর্থ, স্বর্নালংকার ও মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৩ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত শামসুল হক ।
মুক্ত প্রভাত/রাশিদুল