বড়াইগ্রামে ঐতিহ্যবাহী নৌকা বাইচ
অহিদুল হক, বড়াইগ্রাম (নাটোর)
নাটোরের বড়াইগ্রামে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার নগর ইউনিয়নের দ্বারীখৈড় সাহেব বাজার এলাকায় খলিসাডাঙ্গা নদীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিলুপ্তপ্রায় এ নৌকা বাইচ প্রতিযোগিতা শেষে প্রথম স্থান অধিকারী পাবনার টমোহরের সোহাগপুরের নৌকা বাংলার দুলদুলকে একটি ওয়াল্টন বড় ফ্রিজ, দ্বিতীয় স্থান অধিকারী চাটমোহরের পবাখালী এক্সপ্রেসকে একটি মাঝারী আকারের ফ্রিজ ও তৃতীয় স্থান অধিকারী বনগ্রামের নৌকা পঙ্খীরাজকে একটি ২৪ ইঞ্চি এলইডি রঙিন টিভি পুরষ্কার দেয়া হয়।
পাঁচবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠিত নৌকা বাইচ খেলার প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি বিজয়ীদের হাতে এসব পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ, ইউপি চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন ডালু ও আনিসুর রহমান খেচু, নোয়াখালীর হাতিয়া দ্বীপ সরকারী কলেজের সহকারী অধ্যাপক রবিউল আওয়াল, শিল্পপতি মাসুদ রানা, প্রধান শিক্ষক আকবর আলী ও আব্দুল আওয়াল, ইউপি সদস্য কার্তিক চন্দ্র বিশ্বাস, বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
মুক্ত প্রভাত/রাশিদুল