নছিমন উল্লে একজনের মৃত্যু

0

মুক্ত অনলাইন ডেস্ক

সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার রাত ১১টার দিকে মাগুরা পৌর এলাকার ভায়না মোড়ে ওই দুর্ঘটনা ঘটে।

মাগুরা শহরতলীর দড়ি মাগুরার বাসিন্দা নিহত পরেশ সাহা (৪৫) পেশায় একজন বার্বুচি। আহতদের মাগুরা ২৫০ শর্য্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাগুরা সদর থানার এসআই স্বপন জানান, একদল বাবুর্চি বিয়ের রান্নার কাজ করার জন্য রাত ১১টার দিকে নছিমনযোগে মাগুরার শালিখা উপজেলায় যাচ্ছিলেন। পথিমধ্যে মাগুরা পৌর এলাকার ভায়না মোড়ে একটি বাসকে সাইড দিয়ে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে নসিমনটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে একজন নিহত ও অপর ৫জন আহত হন।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.