চিকিৎসার জন্য বিএসএমএমইউতে নেওয়া হয়েছে খালেদাকে
মুক্ত অনলাইন ডেস্ক
চিকিৎসার জন্য বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) নেওয়া হয়েছে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে ।
রাজধানীর পুরনো কেন্দ্রীয় কারাগার থেকে তাকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হযেছে আজ শনিবার বিকেল ৩টার দিকে। জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন।
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা বিষয়ে বৃহস্পতিবার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিল সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
খালেদা জিয়া নিজের পছন্দমতো চিকিৎসকদের দ্বারা নিজের চিকিৎসা করাতে পারবেন মর্মে নির্দেশনা রয়েছে আদেশে। তবে চিকিৎসা করাতে হবে বিএসএমএমইউ-তেই।
এরআগে খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়ে ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রায় দেওয়া হয়। এরপর বেগম জিয়াকে রাজধানীর পুরনো কেন্দ্রীয় কারাগারে সাজা ভোগের জন্য বন্দি রাখা হয়। বর্তমানে তিনি সেখানেই রয়েছেন।
মুক্ত প্রভাত/রাশিদুল