কুবিতে স্তন ক্যান্সার বিষয়ক সেমিনার
কুবি প্রতিনিধি
অক্টোবর মাস স্তন ক্যান্সার সচেতনতার মাস । এ উপলক্ষে সারা বিশ্বে এ মাসে স্তন ক্যান্সারে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সভা-সেমিনারসহ বিভিন্ন অনুষ্ঠান হয় ।
এ লক্ষ্যে শনিবার বেলা ১১ টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছায় রক্তদান সংগঠন “বন্ধু”-এর আয়োজনে এবং কুমিল্লা ট্রমা সেন্টারের সহযোগিতায় “Breast Cancer- Stay Strong and Let’s Beat Cancer”- শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়
সেমিনারে স্তন ক্যান্সারে করণীয়, প্রতিকার, প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধি সম্পর্কে আলোচনা করেন- কুমিল্লা মেডিকেল কলেজের লেকচারার ডাক্তার মুরশিফ মরিয়ম রক্সি এবং ইন্টার্ন চিকিৎসক ডাক্তার সোফিয়া শবনম । আলোচনা শেষে উপস্থিত শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন নিয়ে প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়।
এসময় সেমিনারে উপস্থিত ছিলেন- বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হলের হাউজ টিউটর নাহিদা বেগম । এসময় বিভিন্ন বিভাগের দু’শতাধিক শিক্ষার্থী ফয়জুন্নেসা হল শশাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ ও ‘বন্ধু’ সংগঠনের ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় কুমিল্লা ট্রমা সেন্টারের জেনারেল ম্যানেজার উদয় সংকর মহিন্তা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উক্ত হাসপাতালে যেকোন পরীক্ষায় বিশেষ ছাড় ও স্তন ক্যান্সারের পরীক্ষায় ২৫% ছাড় দেয়ার ঘোষণা প্রদান করেন।
মুক্ত প্রভাত/রাশিদুল