ভর্তি পরীক্ষায় সাংবাদিক প্রবেশ নিষেধ: জবি উপাচার্য
নিজাম উদ্দিন শামীম,জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির মানবিক শাখার ভর্তি পরীক্ষায় চরম অনিয়ম এবং বিশৃংখার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হবার অভিযোগ পাওয়া গেছে।
আর এ অভিযোগের ভিত্তিতে সংবাদ সম্মেলনে ভর্তি পরিক্ষায় বিভিন্ন অনিয়ম নিয়ে প্রশ্ন করতে গেলে সাংবাদিকদের কেন্দ্রে প্রবেশের নিষেধ করেন উপাচার্য।
শনিবার সকাল ১০.০০ থেকে ১১.৩০ পর্যন্ত বিশ্ববিদ্যালয় নিজস্ব ক্যাম্পাস ছাড়াও পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ , বাংলাবাজার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুলে এবং ঢাকা গভঃ মুসলিম হাই স্কুল নিয়ে মোট চারটি কেন্দ্রে ইউনিট-২ এর পরীক্ষা অনুষ্ঠিত হয়
সরেজমিনে দেখা যায়, ঢাকা কলেজিয়েট স্কুলে পরীক্ষা শুরুর ২০মিনিট অতিবাহিত হলেও ছাত্র-অভিভাবকসহ বিভিন্ন পেশার মানুষ ভেতরে যাতায়াত করেছে। পরীক্ষা শুরুর আধা ঘন্টা পরেও জবি মূল কেন্দ্রসহ প্রায় সব কেন্দ্রে কয়েকজন অভিভাবককে বসে থাকতে দেখা যায়।
জবির মুল কেন্দ্রে অবস্থান করা একজন অভিভাবক বলেন, আমি মূল কেন্দ্রে প্রধান ফটক দিয়ে পরীক্ষা শুরুর কয়েক মিনিটের মধ্যেই প্রবেশ করেছি। শুরুতেই আমাকে প্রবেশে বাধা দিলেও পরে কিছু বলেনি। তবে, কিছুক্ষণ পরেই জবি সহকারী প্রক্টর শাহীন মোল্লাহ ও মহিউদ্দীন মাহি এসে সেই অভিভাবক ও সঙ্গে থাকা অপর এক ব্যক্তিকে ক্যাম্পাস থেকে বের করে দেন।
এবিষয়ে পরিক্ষা পরবর্তি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্ন কালে, উপস্থিত সাংবাদিকদের হেনস্থা করেন উপাচার্য। এসময় তিনি বলেন, সাংবাদিকদের কেন্দ্রে কোনো কাজ নেই। পরিক্ষাকেন্দ্রে সাংবাদিক প্রবেশ নিষেধ। এসময় কেন্দ্রের এসব অনিয়মের কথাও অস্বীকার করেন তিনি।
মুক্ত প্রভাত/রাশিদুল