চলনবিলে চলছে সোঁতিজাল-বাঁশের বানায় অবৈধ পন্থায় মাছ শিকার

0

রাজু আহমেদ, সিংড়া (নাটোর)

চলনবিলের  সিংড়া অংশের আত্রাই নদী ও বিল দখল করে অবৈধভাবে বাঁশের বানা আর সোঁতিজাল দিয়ে মাছ শিকার করছে প্রভাবশালীরা।

স্থানীয়রা জানান, নাটোরের সিংড়ার অধিকাংশ এলাকা আত্রাই নদী ও চলনবিল বেষ্টিত। বিলে বর্ষার পানি চলে আসায় বিলে অবৈধ জাল দিয়ে মাছ ধরা নিষেধ থাকলেও বর্তমানে এসব এলাকায় মাছ শিকারিদের তৎপরতা বেড়েছে। বেড়েছে অবৈধ পন্থায় মাছ শিকারের প্রবনতাও।

সরেজমিনে দেখা যায়, উপজেলার দমদমার জোলার বাতা, মহেশচন্দ্রপুর, রাখালগাছা,দমদমা, পাটকোল-কতুয়াবাড়ি, সারদানগর, শেরকোল ইউনিয়নের তেলীগ্রাম-সিধাখালী বিলে পানি প্রবাহ বাধাগ্রস্থ করে বানার বাঁধ এবং সোঁতিজাল দিয়ে ছোট-বড় মাছ, কাঁকড়া ও শামুক নিধন করা হচ্ছে।

পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সাধারণ সম্পাদক রাজু আহমেদ জানান, চলনবিলে বানার বাঁধ ও সোঁতিজাল দেওয়ায় সব ধরনের মাছ ও জলজ প্রাণীর জীবনধারণের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এতে মাছসহ বিভিন্ন জলজ পোকামাকড় বিলুপ্তির পথে। এসব রোধে প্রশাসনের অভিযান ও এলাকাবাসীর সচেতনতা প্রয়োজন।

এ বিষয়ে সিংড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক বলেন, আমরা ইতিমধ্যে কয়েকটি বানা ও সোঁতিজাল উচ্ছেদ করেছি এবং অভিযান অব্যাহত রয়েছে।

উপজেল নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো বলেন, বানার বাঁধ ও সোঁতিজাল দিয়ে মাছ শিকারকারীদের তালিকা করা হচ্ছে। প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.