ফুলবাড়িয়ার অহনা দেশ সেরা জাতীয় সংগীতে
মুক্ত অনলাইন ডেস্ক
জাতীয় সংগীত পরিবেশনে দেশ সেরা হয়েছে অহনা হক। শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে সে। সে ময়মনসিংহের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ (মাধ্যমিক) সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সংসদ সদস্য আলহাজ মোসলেম উদ্দিন অ্যাডভোকেটের নাতনি অহনা হক । সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত চর্চাকে অনুপ্রাণিত করার লক্ষ্যে দেশব্যাপী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীর অংশগ্রহণে দলগত জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতায় অহনা হক ময়মনসিংহ সদর উপজেলা থেকে অংশগ্রহণ করে।
জেলা ও আঞ্চলিক পর্যায় এবং সবশেষ জাতীয় পর্যায়ে অংশ নিয়ে প্রথম স্থান লাভ করে। ৫ অক্টোবর শুক্রবার বিভাগীয় কমিশার মাহ্মুদ হাসান পদক প্রদান করেন। অহনা হক ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ কার্যকরী পরিষদ সদস্য ও ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এড. ইমদাদুল হক সেলিম এবং ফুলবাড়িয়া (অনার্স কলেজ) কলেজের প্রভাষক বিলকিস খানম পাঁপড়ির বড় মেয়ে।
মুক্ত প্রভাত/রাশিদুল