ঠাকুরগাঁওয়ে ধান ক্ষেতে যুবকের বস্তাবন্দী লাশ

0

মুক্ত অনলাইন ডেস্ক

ধানক্ষেত থেকে শফিরুল (৪০) নামে এক যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকাল ১০টায় ঠাকুরগাঁওয়ের কাঠালডাঙ্গী এলাকায় একটি ধানক্ষেত থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ জানায়, হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী এলাকায় ধানক্ষেতে বস্তা পড়ে থাকলে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ বস্তার ভেতরে একটি লাশ দেখতে পায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

হরিপুর থানার ওসি আমিরুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে হত্যা করা হয়েছে ওই যুবককে। লাশের পরিচয় উদঘাটনের জন্য পুলিশ তদন্ত করছে। তদন্ত সাপেক্ষে হত্যাকাণ্ডের মূল রহস্য বের করা হবে।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.