কিশোরীকে গণধর্ষণের অভিযোগ তিন বখাটের বিরুদ্ধে
মুক্ত অনলাইন ডেস্ক
১৭ বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ ওঠেছে তিন যুবকের বিরুদ্ধে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের আদর্শগ্রাম আশ্রয়ন প্রকল্প এলাকায় ঘটনাটি ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার রাতে রহিমা প্রকৃতির ডাকে সারা দিতে ঘর থেকে বের হলে আগে থেকে উৎ পেতে থাকা তিন বখাটে যুবক আজম (২৩), মাসুম (২৯) ও মনা (২২) তার মুখে কাপড় পেচিয়ে পাহাড়ের দিকে নিয়ে যায়।
পরে প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণের পর বখাটেরা কাউকে না জানানোর জন্য হত্যা করে লাশ গুম করার ভয় দেখান।
ভুক্তভোগীর পরিবার জানায়, বখাটেদের ভয়ে ওই কিশোরীকে চিকিৎসার জন্যও ঘর থেকে বের করতে পারেনি। তবে শনিবার সন্ধ্যার দিকে ধর্ষণের শিকার ওই কিশোরীর শারীরিক অবস্থা আরো খারাপের দিকে গেলে পরিবারের লোকজন বখাটেদের চোঁখ ফাকি দিয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে চমেক হাসপাতালে পাঠিয়ে দেন।
ধর্ষণের শিকার ওই কিশোরীর ভাই বলেন, ঘটনার পর থেকে বখাটেদের হুমকির কারণে আমরা গৃহবন্দি হয়ে পড়ি। যার কারণে আমার বোনকে সঠিক সময়ে চিকিৎসা পর্যন্ত করাতে পারিনি। শনিবার সন্ধ্যার দিকে তাদের চোঁখ ফাকি দিয়ে অনেক কষ্টে আমার বোনকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েস যাই।
তবে অবস্থা গুরুতর হওয়ায় দারিত্বরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে নিয়ে যেতে বলেন। বর্তমানে আমার বোন চমেক এর দ্বিতীয় তলায় চিকিৎসাধীন আছে।
সবশেষ খবর পাওয়া পর্যন্ত হাটহাজারী মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানান ধর্ষণের শিকার কিশোরীর ভাই।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী মো. সালাউদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আশঙ্কাজনক অবস্থায় ওই কিশোরীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত তাকে চমেক হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।
হাটহাজারী মডেল থানা সূত্রে জানা যায়, ঘটনার খবর জানলেও এখনও মামলা হয়নি। মামলা হলে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
মুক্ত প্রভাত/রাশিদুল