ছাত্রীকে যৌন হয়রানী বোরহানউদ্দিনে দুই যুবকের দন্ড
মুক্ত অনলাইন ডেস্ক
কলেজ ছাত্রীকে যৌন হয়রানীর অপরাধে দুই যুবককে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কারাদণ্ডপ্রাপ্ত ওই দুই যুবক হলো সুমন (১৮) ও জসিম (২৫)। দন্ডপ্রাপ্তরা যথাক্রমে কাচিয়া ও সাচড়া ইউনিয়নের রাসিন্দা।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের এই কলেজ ছাত্রীকে মোবাইল ফোনে বিভিন্ন সময় উত্ত্যক্ত করতো একই ইউনিয়নের চরগাজীপুর গ্রামের মোস্তফার ছেলে জসিম ও কাচিয়া ইউনিয়নের আবু তাহের এর ছেলে সুমন। মেয়েটি কৌশলে তাদের পরিচয় বের করেন। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রতিকারের চেয়ে আবদেন করেন।
শনিবার রাতে ওই শিক্ষার্থী ফোনে উভয়কে উন্নয়ন মেলায় আসতে বলেন। মেলায় আসলে তাদেরকে আটক করে পুলিশ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে যৌন হয়রানীর অপরাধে উভয়কে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
মুক্ত প্রভাত/রাশিদুল