বাগাতিপাড়ায় ৪৪৪ শিক্ষার্থীকে মেধা পুরস্কার প্রদান

0

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

‘শেখ হাসিনার দীক্ষা, মানসম্মত শিক্ষা’ এই শ্লোগানে নাটোরের বাগাতিপাাড়ায় আবুল কালাম ‘এমপি প্রাথমিক মেধা পুরুস্কার-২০১৮’ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে রোববার সকালে বড়াল সভা কক্ষে অনুষ্ঠিত মেধা পুরস্কার  অনুষ্ঠানের প্রধান অতিথি নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য আবুল কালাম বলেন, ‘আমি আজীবন থাকবো না, কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই বৃত্তি প্রক্রিয়া অব্যহত রাখতে একটি স্থায়ী ফ্রান্ডিং এর ব্যবস্থা করে যেতে চাই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানুর সভাপত্বিতে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাইজুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সম্পাদক শুকুমার মুখার্জী, যুবলীগ সাবেক সেক্রেটারী এস.এম সাদেকুর রহমান , বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহাদ আলী, সহকারী শিক্ষা কর্মকর্তা মজনু মিয়া, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা সভাপতি শাহাদত হোসেন, বাগাতিপাড়া প্রেসক্লাবের সেক্রেটারী আল-আফতাব খান সুইট প্রমুখ।

এছাড়াও ৫৬টি সরকরী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলার প্রাথমিক পর্যায়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে যথাক্রমে মেধা তালকায় ১০জন ও পৌর-ইউনিয়ন কোটায় ১২জন, দুই শ্রেনী মিলে মোট ৪৪জন শিক্ষার্থীকে মেধা তালিকায় নির্বাচিত হওয়ায় সম্মাননা ক্রেস্ট, প্রাইজবন্ড ও সনদপত্র দেয়া হয়।

মুক্ত প্রভাত/রাশিদুল

 

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.