মাদক ব্যবসায়ীর খাটের নিচে পাওয়া গেল ৮৩ হাজার ইয়াবা

0

মুক্ত অনলাইন ডেস্ক

খাটের নীচে অভিনব কায়দায় লুকানো ৮৩ হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে করা হয়েছে। রোববার সকাল ৯টার দিকে র‌্যাব-৭ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে  কক্সবাজারের টেকনাফ পৌরসভার অলিয়াবাদে অভিযান চালিয়ে গোদার বিলের হোছাইন বাড়ির মৃত রহমত হোছাইনের পুত্র সৈয়দ আলমকে (৩৬) আটক করে।

আটককৃতকে জিজ্ঞাসাবাদ করে তার শয়ন কক্ষে খাটের নিচে অভিনব কায়দায় লুকানো ইয়াবার একটি বস্তা উদ্ধার করা হয়। পরবর্তীতে গণনা করে ৮৩ হাজার ৬’শ পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। যার বাজার মূল্য ৪ কোটি ১৮ লাখ টাকা।

ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে ব্যবস্থা গ্রহণের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.