বিজয় কেঁতন উড়ালো বাংলাদেশের মেয়েরা

0

মুক্ত অনলাইন ডেস্ক

পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের টুর্নামেন্ট শুরু। নেপালের সাথে ফাইনাল ম্যাচের আগে আর কোন হর নেই বাংলাদেশের মেয়েদের। শেষটা হল বিজয় কেঁতন উড়িযে। নেপালকে ১-০ গোল হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ।

টুর্নামেন্ট জুড়ে আলো ছড়িয়ে সাফ অনূর্ধ্ব-১৮ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের মুকুট ছিনিয়ে নিলো বাংলাদেশের মেয়েরা। গত আগস্ট মাসের সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে পুরো আসর দুর্দান্ত খেলেও ফাইনালে ভারতের কাছে হেরে যায় বাংলাদেশের মেয়েরা। তবে অপরাজিত দল হিসেবেই অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশীপের শিরোপা জিতল বাংলাদেশ। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে রোববার সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবলের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। খেলার প্রথমার্ধে কোন পক্ষই গোল করতে পারেনি।

বাংলাদেশের মেয়েরা প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে খেলতে থাকে ম্যাচের শুরু থেকেই। তবে গ্রুপ পর্বে যতটা সহজে নেপালের গোলমুখে আক্রমণ হয়েছে, ফাইনালে যেন অনেকটা ভিন্নরূপে আবির্ভুত হিমালয় কন্যারা।

ভারতকে সম্ভাব্য প্রতিপক্ষ ভেবে ছক কষলেও, ফাইনালে নেপালকেই পায় মৌসুমি-মারিয়ারা। ফলে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পয়নি ছোটনের শিষ্যরা। ফলে প্রথমার্ধে গোলশূন্য অবস্থায় মাঠ ছাড়ে দু’দল। বিরতির পর প্রথম মিনিটে নেপালের দারুন একটা আক্রমণ তৎপরতার সঙ্গে প্রতিহত করেন গোলরক্ষক রুনা চাকমা।

তিন মিনিট পর মাসুরা পারভীনের একমাত্র (১-০) গোলে এগিয়ে যায় বাংলাদেশ। স্টেডিয়ামে উপস্থিত বাংলাদেশের সমর্থকরা আনন্দে মেতে ওঠেন। এরপর গোলের পর ব্যবধান বাড়ানো হয়নি। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে নেপালকে হারিয়ে বাংলাদে-্ই চ্যাম্পিয়ন হলা। -সূত্র ইত্তেফাক

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.