বিশেষ আইনে ঈশ্বরগঞ্জের সাবেক সাংসদকে গ্রেফতার
মুক্ত অনলাইন ডেস্ক
বিএনপি’র সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য শাহ নুরুল কবীর শাহীনকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিনগত রাত ১টার দিকে ঈশ্বরগঞ্জের কাকনহাটিস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ফেব্রুয়ারি মাসে ঈশ্বরগঞ্জ থানায় দায়ের হওয়া বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে ৩টি বিস্ফোরক আইনে মামলা রয়েছে। নিরাপত্তাজনিত কারণে রাত ২টার দিকে তাকে কোতোয়ালি থানায় পাঠানো হয়। সকাল ১০টায় কোতোয়ালি থানা থেকে আদালতে পাঠানো হয়েছে।
মুক্ত প্রভাত/রাশিদুল