নাশকতার প্রস্তুতিকালে দৌলতপুরে আটক বিএনপি’র চার কর্মী
মুক্ত অনলাইন ডেস্ক
নাশকতার অভিযোগে বিএনপির ৪ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে কুষ্টিয়ার দৌলতপুরে থেকে তাদের গ্রেপ্তারের করেছে। এসময় পেট্রোল বোমা, ককটেল ও দেশিয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার জগন্নাথপুর গ্রামের শহিদুল ইসলাম (৪২) তেলিগাংদিয়া গ্রামের জাফর শেখ (৪৫) হৃদয়পুর গ্রামের আমিরুল ইসলাম (৪৫) ও ছাতারপাড়া গ্রামের সাবেদ আলীকে (৪৫)।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান জানান, নাশকতার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৪টি পেট্রল বোমা, ১০টি ককটেল, ১টি হাসুয়া, ১টি রামদা, ১টি করাত উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দৌলতপুর থানায় নাশকতার দায়ে মামলা হয়েছে।
মুক্ত প্রভাত/রাশিদুল