জাতীয় কন্যা শিশু ও বাল্য বিয়ে নিরোধে মানবন্ধন

0

লালপুর (নাটোর) সংবাদদাতা

নাটোরের লালপুরে র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু ও বাল্য বিবাহ নিরোধ দিবস ২০১৮ পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (০৯ অক্টোবর) সকালে লালপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ব্যালি ও মানবন্ধন কর্মসূচী পালিত হয়।

পরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মূল বানীন দ্যুতি’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- লালপুর উপজেলা চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলা হাফিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম আসাদুরজামান প্রমুখ।

এছাড়া উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার নেতৃস্থানীয় ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় আইজিএ প্রকল্পের ৪০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ পত্র বিতরণ করা হয়।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.