তারেকের ফাঁসি চেয়ে কোটালি পাড়ায় বিক্ষোভ
মুক্ত অনলাইন ডেস্ক
গোপালগঞ্জের কোটালীপাড়ায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে ‘মাস্টার মাইন্ড’ তারেক রহমানের ফাঁসির আদেশ না পেয়ে এই বিক্ষোভ করেন তারা।
বিক্ষুব্ধ নেতা-কর্মীরা গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে টায়ার জ্বালিয়ে প্রায় আধা ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন। এ সময় দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দলীয় নেতা-কর্মীরা তারেক রহমানের ফাঁসির দাবি জানিয়ে স্লোগান দেন।
এ বিক্ষোভ সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুন বক্তব্য রাখেন।
মুক্ত প্রভাত/রাশিদুল