গুরুদাসপুরে ব্রাজিলের একশত হাত পতাকা তৈরি

1

ক’দিন পরেই শুরু হবে ফুটবল বিশ^কাপ। বিশ^কাপকে কেন্দ্র করে উন্মাদনার শেষ নেই। পছন্দনীয় দলের পতাকা, জার্সি কেনাসহ চলের কাটিং আরো কত ষ্টাইল করতে ব্যাস্ত ভক্ত-সমর্থকরা। বিশ^কাপের এই উন্মাদনা থেকে বাদ যাচ্ছেনা গ্রামগুলোও।
গুরুদাসপুরের একটি গ্রামে ব্রাজিলের সমর্থকরা চাঁদা তুলে তৈরি করেছেন ১শ হাত পতাকা। এই পতাকা নিয়ে যেন উল্লাসের কমতি নেই গ্রামবাসীদেরও।
খোঁজ নিয়ে জানাগেল,-গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া গ্রামের তরুন সমর্থক সাঈদ, আনিস, সাহিন, সিয়াম, শিমুল, জাকির, জিহাদসহ অন্তত ১০জন মিলে পছন্দের দল ব্রাজিলের পতাকা তৈরি করেছেন। পতাকাটি বৃহৎ এই পতাকা তৈরিতে ব্যায় হয়েছে ৩ হাজার টাকা। খরচের এই টাকার যোগান দেওয়া হয়েছে সমর্থকদের কাছ থেকে চাঁদা তুলে। পতাকাটি রাখা হয়েছে ওই গ্রামের হাজির আমবাগানে। এখন নিয়োমিত ওই পতাকার কাছে ব্রাজিলের সমর্থকরা সেলফি তুলছেন। সেই ছবি আপলোড করছেন ফেসবুকে। পতাকাটি বৃহৎ হওয়ায় আশপাশের লোকজনও পতাকা দেখতে ভিড় জমাচ্ছেন।
ব্রাজিলের সমর্থক সাঈদ, আনিস, সাহিন, সিয়াম, শিমুল, জাকির, জিহাদ জানান,- ফুটবল তাদের প্রিয় খেলা। পছন্দের দল ব্রাজিল। পতাকাটি গায়ে জড়িয়ে তারা বড় পর্দায় খেলা উপভোগ করবেন। খেলা দেখা ও উল্লাস আরো প্রাণবন্ত করতেই ওই পতাকা তৈরি করা হয়েছে। পরবর্তীতে আরো বড় পরিসরে এই পতাকা তৈরি করা হবে।

1 টি মন্তব্য
  1. Md.Magem Ali বলেছেন