টুর্নামেন্ট থেকে বাংলাদেশের বিদায়
স্পোর্টস রিপোর্টার
গ্রুপ পর্বে লাওসকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ ফিলিস্তিনের কাছে হেরে বঙ্গবন্ধু গোল্ডকাপ থেকে বিদায় নিল। বুধবার কক্সবাজার জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ২-০ গোলে হারে ভূঁইয়া-তপু বর্মণরা।
আক্রমণাত্মক খেলা ফিলিস্তিন খেলার মাত্র ৮ মিনিটের মাথায় মিডফিল্ডার মোহাম্মদ বালাহর হেডের সুবাদে গোল পায়। শুরুতে গোল খেয়ে পিছিয়ে পড়া বাংলাদেশ এরপর আর খেলায় ফিরতে পারেনি। খেলার শেষ মুহূর্তে নিখুঁত শটে গোল করে ফিলিস্তিনের জয় নিশ্চিত করেন বদলি ফরোয়ার্ড মারাবাহ সামেহ।
আগামী শুক্রবার ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রতিযোগিতার পঞ্চম আসরের ফাইনালে ট্রফির লড়াইয়ে অংশ নেবে ফিলিস্তিন ও তাজিকিস্তান।
মুক্ত প্রভাত/রাশিদুল