নাটোরের মানুষ বেঈমান নয়

0

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এ্যাড. জুনাইদ আহম্মেদ পলক বলেছেন,‘নাটোরের মানুষ বেঈমান নয়। নাটোরের মানুষ বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে নিরলসভাবে দলের জন্য কাজ করে যাচ্ছেন। নাটোরের মাটিতে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে তার প্রমাণ দিয়েছেন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শহীদ মমতাজ উদ্দিন।
তার রেখে যাওয়া লক্ষ লক্ষ ভালোবাসার মানুষকে সঙ্গে নিয়ে তার অসমাপ্ত স্বপ্নগুলো পূরণে কাজ করে চলেছেন তার প্রিয় ছোট ভাই বর্তমান সাংসদ এ্যাড. আবুল কালাম আজাদ।
প্রতিমন্ত্রী পলক আরো বলেন,‘বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য গত ৪ বছর ধরে লালপুর বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি এন্ড টেকনলজি, পদ্মারচরে অর্থনৈতিক অঞ্চল, রাস্তাঘাট, শতভাগ বিদ্যুৎ, তথ্য প্রযুক্তিসহ নাটোরের ৪ আসনের সংসদ সদস্যরা জনগনের কল্যাণে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে চলেছেন যা এর আগে বিএনপি-জামায়াত সরকার করতে পারেনি। এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলে একত্রিত হয়ে নৌকার পক্ষে কাজ করতে হবে।
শহীদ মমতাজ উদ্দিনের ১৫ তম শাহাদৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে বুধবার (০৬ জুন) গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলস্ উচ্চ বিদ্যালয় চত্বরে আয়োজিত স্মরনসভা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী পলক এসব কথা বলেন।
স্মরনসভা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও শহীদ মমতাজ উদ্দিন ফাউন্ডেশনের সভাপতি আফতাব হোসেন ঝুলফুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসাহাক আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নাটোর জেলা আ.লীগের সভাপতি গুরুদাসপুর-বড়াইগ্রাম আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, নাটোর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এসময় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী নাটোর-৩ আসনের সংসদ সদস্য এ্যাড. জুনাইদ আহম্মেদ পলক। শহীদ মমতাজ উদ্দিনের ছোট ভাই নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ প্রমুখ।
এ সময় শহীদ মমতাজ উদ্দিন ফাউন্ডেশনের পক্ষ থেকে লালপুর-বাগাতিপাড়া উপজেলায় ২০১৮ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩ শ ৪৯ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.