শেরপুরে বৃদ্ধার ২ হাজার বাঁশ কাটল প্রতিপক্ষের লোকজন
মুক্ত অনলাইন ডেস্ক
বগুড়ার শেরপুরের সুঘাট তালুকদার পাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা একজনের ২ হাজার বাঁশ কেটে দিয়েছে। এ ঘটনায় গত ১০ অক্টোবর বুধবার রাতে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে জানা যায়, উপজেলার সুঘাট ইউনিয়নের সুঘাট তালুকদার পাড়া গ্রামের মৃত রমজান তালুকদারের ছেলে হারুনর রশিদ তালুকদারের ৩ দাগে ৫১ শতক পৈত্রিক সম্পত্তি দীর্ঘদিন ধরে প্রতিবেশী মৃত মাজেদুর রহমান তালুকদারের ৩ ছেলে বল্টু তালুকদার, কামাল পাশা তালুকদার, আলম তালুকদার ও বল্টু তালুকদারের ২ ছেলে রাজু তালুকদার, সাগর তালুকদার দখল করার চেষ্টা করে আসছে।
এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসার কারণে গ্রামের মাতব্বররা সালিশী বৈঠক করে মীমাংসা করে দেন। সেই মীমাংসা বল্টু তালুকদাররা মেনে না নিয়ে গত বুধবার বেলা ১১টার দিকে ২০-২৫ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে এসে জোরপূর্বক হারুনর রশিদ তালুকদারের বাঁশ ঝাড় থেকে ২ লাখ টাকার প্রায় ২ হাজার বাঁশ কেটে জমি দখলে নেওয়ার চেষ্টা করে।
এ প্রসঙ্গে শেরপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
মুক্ত প্রভাত/রাশিদুল