বলিউডজুড়ে আছড়ে পড়ছে যৌন হয়রানির অভিযোগ

0

মুক্ত বিনোদন ডেস্ক

বলিউডজুড়ে সর্বত্রই এখন যৌন হয়রানির খবর। একে একে তারকারা মুখ খুলছেন এই যেনৈ হয়রানির বিষয়ে। এ বার সেই অভিযোগ এসেছে সাজিদ খানের বিরুদ্ধে।

অভিনেত্রী র‌্যাচেল হোয়াইট এই অভিযোগ করেছেন। তিনি জানান, ২০১৪-এ ‘হামশকল’ নামের একটি ছবিতে অভিনয় করেছিলেন তিনি।

সেই ছবিতে অভিনয় করার সময় বাড়িতে ডেকেছিলেন সাজিদ। সাজিদের বাড়ি যেতে রেচেল আগ্রহ না থাকলেও সাজিদ মায়ের সঙ্গে থাকেন এমন প্রতিশ্রুতি পেয়ে বাড়িতে গিয়েছিলেন। বাড়িতে যাওয়ার পর কাজের মহিলা তাকে সাজিদের বেডরুমে যেতে বলেন।

তখন বাড়িতে আর কেউ ছিলেন না। ঘরে যাওয়ার পর সাজিদ পোশাক খুলতে বলেছিলেন তাকে। কারণ যে ছবির জন্য র‌্যাচেলকে ভাবা হয়েছিল, সেখানে বিকিনি পরতে হত।

র‌্যাচেল বলেন, সেই মুহূর্তে তিনি সাজিদের বাড়ি থেকে চলে গিয়েছিলেন। কারণ বিকিনি পরতে হলে কোনও ভাবেই সেটা সাজিদের বাড়িতে নয়।

সাম্প্রতিক বলিউডে যৌন হয়রানি প্রথম বোমাটা ফাটিয়েছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। ঠিক তার পরই বলিউডে একের পর এক আছড়ে পড়ছে যৌন হয়রানির এসব অভিযোগ।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.