জন প্রতি দশ লাখ টাকা হারে দুই কোটি টাকা পুরস্কার পাচ্ছেন নারী ক্রিকেটাররা

0
নারীরা  ‍শুধু ঘর সামলাতেই পারে তা নয়। তারা ইচ্ছা করলে জীবনের সকল ক্ষেত্রেই অসমান্য অবদান রাখতে সক্ষম।  প্রথমবারের মতো কোনও বহুজাতিক ট্রফি জিতে বাংলাদেশের জন্য ইতিহাস সৃষ্টি করেছে আমাদের নারী ক্রিকেট দল। দিনের পর দিন অবহেলার স্বীকার সেই নারী দল সেই সাফল্যের জন্য এবার পাচ্ছে দুই কোটি টাকা।
রাজধানীর একটি হোটেলে আজ আয়োজিত বোর্ড সভা ও ইফতার শেষে এই ঘোষণা আসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর পক্ষ থেকে । এতে জানানো হয় ব্যক্তিগতভাবে প্রত্যেক ক্রিকেটার পাবেন ১০ লাখ টাকা করে।
এর আগে রবিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে নারী এশিয়া কাপের ফাইনালে ভারতকে তিন উইকেটে হারায় বাঘিনী কন্যারা। প্রতিযোগিতার গ্রুপ পর্বেও ভারতকে ৭ উইকেটে হারায় সালমা বাহিনী।তাছাড়া গ্রুপপর্বে পাকিস্তাকেও হারিয়েছে তারা।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.