বিএনপি-জামায়াতের ১০১ নেতা-কর্মীর নামে সাতক্ষীরায় মামলা

0

মুক্ত অনলাইন ডেস্ক

বিএনপি-জামায়াতের ১0১ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। সাতক্ষীরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল হাসান ও পৌর বিএনপির সভাপতি হাবিবুর রহমান হবিসহ বিএনপি-জামায়াতের ১০১ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে মামলাটি দায়ের করা হয়।

মামলার অন্য আসামিরা হলেন- যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলু, সাধারন সম্পাদক হাফিজুর রহমান মুকুল, বিএনপি নেতা আইনাল ইসলাম নান্টা, কামরুজ্জামান ভুট্টো, কালিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুস সাত্তার, কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি, আলিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা আর্জেদসহ বিএনপি-জামায়তের ৬১ জন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মহিদুল ইসলাম জানান, উল্লিখিত আসামিরা নাশকতার পরিকল্পনা নিয়ে জড়ো হলে ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। এ সময় আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমানসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে নাশকতার কাজে ব্যবহারের উদ্দেশ্যে আনা বিভিন্ন প্রকার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.