অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বান্দরবানের ১৭ পরিবার পেল ত্রাণ সামগ্রী

0

সোহেল কান্তি নাথ, বান্দরবান

বান্দরবানে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসকের পক্ষ থেকে উপজেলা প্রশাসন এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, সদর উপজেলার নির্বাহী অফিসার নোমান হোসেন প্রিন্স।

সদর উপজেলার ত্রাণ কর্মকর্তা মো: আলমগীর জানান, বান্দরবানে ক্যাচিংঘাটায় ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৭ পরিবারের মাঝে নগদ ৬ হাজার টাকা, ২ বান টিন, ২০ কেজি চাউল ও শুকনা খাবার বিতরণ করা হয়েছে। এসময় প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্থ পরিবারে ১০ হাজার টাকা করে দেওয়ার আশ্বাস প্রদান করেন।

প্রসঙ্গত, গত বৃহষ্পতিবার বান্দরবান সদরস্থ ক্যাচিংঘাটা বাজার এলাকায় ভোর রাত ৪.৩০ মিনিটের সময় ভয়াবহ অগ্নিকান্ডে ১৪টি দোকান ও ৪টি বসতঘর পুড়ি ছাই হয়ে যায়। এ ঘটনায় ২ জন গুরুত্বরসহ ৬ জন আহত হয়েছে।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.