১৯ অক্টোবর ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ভোট

0

ঠাকুরগাঁও প্রতিনিধি 

আগামী ১৯ অক্টোবর ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। শুক্রবার বিকেলে সদর উপজেলার আক্চা ইউনিয়নের স্বপ্ন জগৎ পার্কে অনুষ্ঠিত ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়।

ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সভায় বক্তব্য দেন, সহ সভাপতি জিয়াউর রহমান বকুল, আল মাহমুদুল হাসান বাপ্পী, সাধারণ সম্পাদক মো. শাকিল আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের, প্রচার সম্পাদক আব্দুল আউয়াল, কার্যকরী সদস্য তানভীর হাসান তানু, রবিউল এহসান রিপন প্রমুখ।

সাধারণ সভায় জেলা কমিটির সদস্যবৃন্দ ও বালিয়াডাঙ্গী, রাণীশংকৈল, পীরগঞ্জ ও হরিপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে সভাপতি শরিফুল ইসলাম ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

পরে সকলের সিদ্ধান্ত মোতাবেক ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মন্ডলীর সদস্য মো. কামরুল হাসান নির্বাচন পরিচালনার জন্য ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।

বালিয়াডাঙ্গী অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল মামুন জীবনকে আহ্বায়ক, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য তারেক হোসেনকে সদস্য সচিব এবং রাণীশংকৈল অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার হোসেন আকাশ, পীরগঞ্জ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন, হরিপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার হোসেনকে সদস্য করা হয়।

আহ্বায়ক আল মামুন জীবন বলেন, সংগঠনের সকলের সিদ্ধান্ত মোতাবেক আগামী ১৯ অক্টোবর (শুক্রবার) ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিবেন।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.