মা ইলিশ রক্ষায় মুন্সিগঞ্জে ৪১ জেলের দন্ড
মুক্ত অনলাইন ডেস্ক
পদ্মা ও মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২৯ জেলেকে ১৮ দিন করে কারাদণ্ড ও ১২ জনকে ৩৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জেলেদের কাছ থেকে মোট ৪ লাখ ২০ হাজার মিটার জাল ও দুটি ধরার নৌকা জব্দ করা হয়েছে।
শুক্রবার মা ইলিশ রক্ষায় মুন্সিগঞ্জের পাঁচ উপজেলায় মা ইলিশ রক্ষায় এ অভিযান চালানো হয়। মা ইলিশ রক্ষার জন্য নিয়মিতভাবে এ অভিযান পরিচালনা করা হবে বলেও জানান জেলা মত্স্য কর্মকর্তা।
মুক্ত প্রভাত/রাশিদুল