বান্দরবানে ছাত্রদলের মিছিলে পুলিশের লাঠিচার্জ

0

সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধ-

২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় তারেক রহমানসহ বিএনপি নেতাদের সাজার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালনের অংশ হিসেবে আজ শনিবার বিকেল ৪টায় বান্দরবান শহরে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অমিত ভূষণের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বান্দরবান বাজারের চৌধুরী মার্কেট এলাকায় আসলে হঠাৎ নেতাকর্মীদের উপর পুলিশ লাঠিচার্জ শুরু করে।

এতে সাবেক জেলা ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক অমিত ভূষণ যুগ্ম-সম্পাদক সোহেল, লোকমান, ইমরানসহ বেশ কয়েকজন আহত হয়েছে বলে দাবী ছাত্রদলের।

এ ঘটনায় জেলা ছাত্রদলের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

হেনা আহমেদ/মুক্ত প্রভাত

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.