তালেবান হামলায় আফগানে নিহত ২১ সেনা
মুক্ত অনলাইন ডেস্ক
পুলিশের জেলা প্রধানসহ নিরাপত্তা বাহিনীর ২১ জন সদস্য নিহত হয়েছে। রোববার আফগানিস্তানে তালেবানের হামলায় ও্দই প্শরাণহানীর ঘটনা ঘটে। দেশটির দুই প্রদেশে নিরাপত্তা চৌকিতে আলাদা হামলায় নিহত হন তারা। খবর এনডিটিভির।
২০ অক্টোবর আফগানিস্তানে সাধারণ নির্বাচন। এটি ভণ্ডুল করতে হামলা জোরদার করেছে তালেবান।তারা দেশে থাকা বিদেশি বাহিনীকে হঁটিয়ে কাবুলের নিয়ন্ত্রণ নিতে চায়।
দক্ষিণাঞ্চলীয় জাবুল প্রদেশের মিজান জেলার পুলিশ প্রধানকে হত্যা করা হয় রোববার। তিনি তালেবানের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে জানিয়েছে, প্রাদেশিক গভর্নর রহমাতুল্লাহ ইয়ারমাল।
অপরদিকে পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে দুইটি নিরাপত্তা চৌকিতে হামলা চালিয়ে ২১ জন সেনাকে হত্যা করে তালেবানরা। ঘটনাস্থল থেকে আরও ১১ জন সেনাকে তুলে নিয়ে যায় তারা।
মুক্ত প্রভাত/রাশিদুল