নরাইলে ৭ জেলের কারাদন্ড

0

মুক্ত অনলাইন ডেস্ক

কালিয়ায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে গভীর রাতে মা ইলিশ শিকারের অপরাধে সাত জেলেকে ৭দিন করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দকৃত জাল পুড়িয়ে মাছগুলো স্থানীয় একটি এতিমখানায় দান করা হয়েছে।  নড়াইলে ওই সাজা দেওযা হয়।

কালিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে উপজেলার নবগঙ্গা নদীতে রবিবার গভীর রাত থেকে সোমবার ভোর পর্যন্ত চলা অভিযানে নদীটির বিভিন্ন পয়েন্ট থেকে কারেন্ট জাল ও মাছসহ ৭ জেলেকে আটক করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত জেলে উপজেলার মাধপপাশা গ্রামের রুবেল মোল্লা (২৪), নওয়াগ্রামের নিজাম শেখ (৪০), দেয়াডাঙ্গা গ্রামের ইরান মোল্লা (২২), সিঙ্গেরডাঙ্গা গ্রামের মুরাদ মুন্সি (৪২), বিষ্ণুপুর গ্রামের মুস্তাব বিশ্বাস (৫০), পার-ভোমবাগ গ্রামের তৈয়েবুর রহমান (৩০) ও পার-বিষ্ণুপুর গ্রামের মহিদুল শেখকে (৩৫) সোমবার ভোরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালিয়র ইউএনও মো. নাজমুল হুদা পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের বিচারে জনপ্রতি ৭দিন করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়ে নড়াইল কারাগারে পাঠিয়েছে।

কালিয়ার ইউএনও মো. নাজমুল হুদা বলেছেন, জব্দকৃত ইলিশ মাছ কালিয়া সামছুল উলুম খাদেমুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানায় দান করা হয়েছে। নিষেধাজ্ঞা চলাকালে ওই অভিযান অব্যহত থাকবে।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.