লাশ হয়ে ফিরেছেন চৌগাছার মদন
মুক্ত অনলাইন ডেস্ক
মালয়েশিয়া গিয়েছিলেন ভাগ্য উন্নয়নের জন্য। কিন্তু ভাগ্য উন্নয়ন তো হয়নি বরং লাশ হয়ে ফিরতে হয়েছে যশোরের চৌগাছার মদন কুমারকে (২৭)। রোববার মদনের লাশ তার গ্রামের বাড়িতে পৌঁছায়।
মদন কুমার উপজেলার নারায়নপুর ইউনিয়নের হাজরাখানা গ্রামের মল্লিক কুমার বিশ্বাসের ছেলে।
মদনের ফুফাতো ভাই শ্রীবাস কুমার জানান, প্রায় ৬ বছর থেকে মদন কুমার মালয়েশিয়ায় থাকনে। মাঝে বাড়ি এসে কিছুদিন পরে আবার মালয়েশিয়া চলে যান। গত শুক্রবার সেখানে ব্রেন স্টোক করলে স্থানীয়রা তাকে একটি হাসপাতালে ভর্তি করান। পরে চিকিৎসকরা তাকে অপারেশন করলেও অপারেশনের পরপরই সে মারা যায়।
নারায়নপুর ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদীন মুকুল বিষয়টি নিশ্চিত করেছেন।
মুক্ত প্রভাত/রাশিদুল