গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণে লালপুরে অর্থ, মন্ডপে চাউল বিতরণ
লালপুর (নাটোর) সংবাদদাতা
নাটোরের লালপুর উপজেলায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচীর আওতায় নির্বাচনী এলাকা ভিত্তিক প্রথম পর্যায়ে ৩৫ লক্ষ ৭৩ হাজার টাকার নগদ অর্থের বিল বিতরণ করেছেন এ্যাড. আবুল কালাম আজাদ এমপি।
সোমবার (১৫ অক্টোবর) সকালে লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার উপজেলা উম্মূল বানীন দ্যুতির সভাপতিত্বে নাটোর-১ আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অনুদানের চেক বিতরণ করে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল, লালপুর থানা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগ নেতা ফিরোজ আল হক ভুঁইয়া প্রমুখ। এছাড়াও নেতৃস্থানীয় ব্যক্তি ও সুধিজনের উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দুইটি পরিবারের মাঝে প্রধান মন্ত্রীর ত্রান তহবি হতে প্রাপ্ত তিন হাজার টাকা করে ৬ হাজার টাকার চেক ও দুই বান টিন বিতরণ করা হয়।
লালপুরে ৪২টি পূজা মন্ডপে চাউল ও গেঞ্জি বিতরণ
এদিকে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে নাটোরের লালপুর উপজেলার ৪২টি মন্ডপে ২১ মেক্ট্রিক টন জিআরের চাউল ও নাটোর-১ আসনের এমপির নিজস্ব তহবিল হতে প্রতিটি মন্ডপের সেচ্ছাসেবক দের মাঝে গেঞ্জি বিতরণ করা হয়েছে।
সোমবার (১৫ অক্টোবর) দুপুরে লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মূল বানীন দ্যুতির সভাপতিত্বে নাটোর-১ আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাউলএর বরাদ্দপত্র ও গেঞ্জি বিতরণ করেন।
এসময় লালপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল, লালপুর থানা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগ নেতা ফিরোজ আল হক ভুঁইয়াসহ এলাকার নেতৃস্থানীয় ব্যক্তি ও সুধিজনের উপস্থিত ছিলেন।
মুক্ত প্রভাত/রাশিদুল