নাশকতা মামলায় বগুড়ায় আটক যুবদল সভাপতি
মুক্ত অনলাইন ডেস্ক
নাশকতা মামলায় উপজেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম আরফানকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে বগুড়ার শেরপুর উপজেলার কলেজ রোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা বাজার এলাকায় গত ৫ সেপ্টেম্বর রাতে বিএনপির অফিসে নেতাকর্মীরা বসে নাশকতার পরিকল্পনা করছিল। এ ঘটনায় একটি মামলা দায়ের করে পুলিশ।
গত রোববার রাতে এ মামলার আসামি শেরপুর উপজেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম আরফান পৌর শহরের কলেজ রোড় এলাকায় ঘোরাফেরা করছিল। গোপন সংবাদ পেয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। এ ব্যাপারে পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বলেন, শফিকুল ইসলাম আরফান নাশকতা মামলায় জড়িত থাকায় তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
মুক্ত প্রভাত/রাশিদুল