যৌতুক মামলায় আটক বান্দরবানের তরুণলীগ নেতা
সোহেল কান্তি নাথ, বান্দরবান
যৌতুক মামলায় বান্দরবান জেলা তরুণ লীগের আহবায়ক ডা. প্রিন্স সেন কে আটক করা হয়েছে। সোমবার দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আজিজুল হাকিম তাকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।
স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় উচ্চ আদালতের আগাম জামিনে থাকা বান্দরবান জেলা তরুণ লীগের আহবায়ক প্রিন্স সেন জামিনের মেয়াদ শেষ হলে নিম্ন আদালতে হাজিরা দিতে গেলে সোমবার দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আজিজুল হাকিম তার জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।
গত ৩ সেপ্টেম্বর যৌতুকের জন্য স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটালে তার স্ত্রী রুপা দাশ বাদী হয়ে বান্দরবান সদর থানায় যৌতুকের মামলা দায়ের করেন। মামলার পর থেকে পলাতক ছিল প্রিন্স। পরে উচ্চ আদালত থেকে ৪ সপ্তাহের আগাম জামিন নিয়ে বান্দরবান চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হন তিনি। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হলে প্রিন্স এর অাইনজীবি স্থায়ী জামিনের আবেদন করলে আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।
উল্লেখ্য গত ৩ সেপ্টেম্বর ক্যাচিংঘাটার নিজ বাসায় বান্দরবান জেলা তরুন লীগের আহবায়ক ডা. প্রিন্স সেন যৌতুকের জন্য কথা কাটাকাটির একপর্যায়ে স্ত্রী রুপা দাশ কে হাতুড়ি দিয়ে আঘাত করে বেদম মারধর করেন। পরে স্ত্রী রুপা দাশ বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন।
রুপার পরিবার জানায়- বিয়ের পর থেকে দীর্ঘ আট বছর ধরে স্বামী প্রিন্স যৌতুকের জন্য রুপার উপর অত্যাচার নির্যাতন চালিয়ে আসছিলেন।
মুক্ত প্রভাত/রাশিদুল