অদিতমারীতে মাদরাসা ছাত্রকে পিটিয়ে যখম

0
মুক্ত অনলাইন ডেস্ক
৮ম শ্রেণি পড়ুয়া এক মাদরাসা ছাত্রকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহত ছাত্রের নাম রাকিবুল (১৪)। সে লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের চওড়াটারী গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
গুরুতর আহত অবস্থায় রাকিবুলকে উদ্ধার করে আদিতমারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১৫ অক্টোবর) উপজেলার মহিষখোচা ইউনিয়নের চৌধুরী গোডাউন সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় আহত ছাত্রের বাবা সাইফুল ইসলাম আদিতমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা গেছে, রাকিবুল ইসলাম মহিষখোচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া সিনিয়র ফাজিল মাদরাসায় যাচ্ছিল। পথে পূর্ব শত্রুতার জের ধরে মহিষখোচা ইউনিয়নের চৌধুরী গোডাউন সংলগ্ন এলাকায় একই এলাকার আঃ মজিদের ছেলে মিস্টার (১৭) ও সাফিয়ার দালালের ছেলে জায়েদ হোসেন (১৭) লাঠি ও লোহার রড দিয়ে তাকে আচমকা এলোপাতাড়ি মারধর করে। তারপর রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায় তারা।
রাকিবুলের আত্মচিৎকারে এলাকাবাসী তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় আদিতমারী হাসপাতালে ভর্তি করে।
এদিকে রাত ৭ টার দিকে রাকিবুলের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে লালমনিরহাটে নেওয়া হয়। তার নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে বলে দায়িত্বরত চিকিৎসক ডাঃ হামজা জানিয়েছেন।
ঘটনার খবর পেয়ে রাতেই দক্ষিণবালাপাড়া সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুল বাতেন আহত ছাত্র রাকিবুলকে দেখতে হাসপাতালে ছুটে যান।
আদিতমারী থানার প্রধান কর্মকর্তা (ওসি) মাসুূদ রানা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে।
মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.