কম খরচে ট্রাকে উঠে প্রাণ গেল তিন শ্রমিকের
মুক্ত অনলাইন ডেস্ক
ট্রাক উল্টে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর চার টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার সুভুল্ল্যা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার শিখারঞ্জন গ্রামের নিরঞ্জন মালী (৩০), তার স্ত্রী সাগরী মালী (২৫) ও তাদের শিশুকন্যা স্বর্ণা (৭)। এ ঘটনায় ২১ জন আহত হয়েছেন। তাদের কুমুদিনি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোড়াই হাইওয়ে থানার ওসি একেএম কাওসার জানান, ঢাকা থেকে একটি বগুড়া যাচ্ছিল। গাজীপুরের চন্দ্রা থেকে ৩০ জন শ্রমজীবী জয়পুরহাট যাওয়ার জন্য ওই ট্রাকে ওঠে। ভোর ৫টার দিকে সুভুল্ল্যা নামক স্থানে ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।
মুক্ত প্রভাত/রাশিদুল