বিকালে ঢাবির ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ

0

মুক্ত অনলাইন ডেস্ক

আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ঘ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ স্থগিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রশ্নফাঁসের অভিযোগে মুখে তড়িঘড়ি ফল প্রকাশের সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু সেই সিদ্ধান্ত থেকে তারা সরে আসে।

সোমবার বেলা ১০টা ৪৯ মিনিটে বিশ্বিবদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে মঙ্গলবার ঘ ইউনিটের ফল প্রকাশ করা হবে বলে একটি বিজ্ঞপ্তি দেয়া হয়। কিন্তু পরে দুপুর একটা ৪ মিনিটে আরেকটি মেইলে ভুল তথ্যের কারণে বিজ্ঞপ্তি হয়েছিল বলে সেই সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে বলে জানানো হয়।

প্রসঙ্গত, গত শুক্রবার ঢাবি ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা ৮১টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। কিন্তু পরীক্ষার পূর্বে বেলা ৯টা ১৭ মিনিটে অনেক ভর্তিচ্ছুর হোয়াটস অ্যাপ, মেসেঞ্জারে সাদা কাগজে উত্তরলেখা সম্বলিত প্রশ্ন আসে। অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নের সঙ্গে সাদা খাতার ৭২টি প্রশ্ন ও উত্তরের হুবহু মিল পাওয়া যায়।

এই ঘটনায় শুক্রবার রাতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহ-উপচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। সেই তদন্ত কমিটির প্রতিবেদন এখনো দেয়া হয়নি।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.