২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাষ্ট মামলার রায় ঘোষনার দিন ধার্য
মুক্ত অনলাইন ডেস্ক
দুদকের করা আবেদনের প্রেক্ষিতে জিয়া চ্যারিটেবল ট্রাষ্ট মামলার রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে আগামী ২৯ অক্টোবর। আদালত দুদকের ওই আবেদন মঞ্জুর করে পুরাতন কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আক্তারুজ্জামান রায় ঘোষণার জন্য এদিন ধার্য করে আজ মঙ্গলবার এ আদেশ দেন।
এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার যুক্তিতর্কে অংশগ্রহণ না করে বিচারকের প্রতি অনাস্থা জানায় আসামিপক্ষ।
প্রসঙ্গত: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় এই আদালত খালেদা জিয়াকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেয়। গত ৮ ফেব্রুয়ারি দেয়া ওই রায়ের পর থেকে কারাগারে আছেন তিনি।
মুক্ত প্রভাত/রাশিদুল