জোড়া খুন মামলায় কিশোরগঞ্জে চারজনের মৃত্যুদন্ড ২১ জনের যাবজ্জীবন

0

মুক্ত অনলাইন ডেস্ক

জোড়া খুনের মামলায় কিশোরগঞ্জে চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া মামলার ২১ আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।

আজ মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ দায়রা জজ আদালতের বিচারক আবু তাহের এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিদের বেশিরভাগই আদালতে উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডে দণ্ডিতরা হলেন- আল আমিন, স্বপন, মিজান ও নাজমুল।

আজ মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জের তৃতীয় আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবু তাহের এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- করিমগঞ্জ উপজেলার চরদেহুন্দা গ্রামের মিজানুর রহমান, নাজমুল, স্বপন মিয়া ও আল আমিন। এদের প্রত্যেককে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- দিদার, গিয়াসউদ্দিন সরকার, হাবীবুর রহমান সরকার, দুলাল, ইসরাইল, জসীমউদ্দিন, রফিকুল ইসলাম মেম্বার, ইসলাম উদ্দিন, কাঞ্চন মিয়া, কাঞ্চন, আলম, সেলিম, লোকমান, হারুণ, সোহেল, আজাদ, রোকনউদ্দিন, রতন, শামীম, শাহাবুদ্দিন ও তার সহোদর আশরাফউদ্দিন।
মামলার বিবরণে প্রকাশ, ২০১২ সালের ২৩ আগস্ট রাতে দেহুন্দা গ্রামের পাকা সড়ক সংলগ্ন কাঞ্চনের চায়ের দোকানে একই গ্রামের নূরুল্লার একটি মোবাইল চার্জে দেওয়া অবস্থায় সেখান থেকে সেটি চুরি হয়। পরদিন নূরুল্লাহ তার লোকজন নিয়ে মোবাইল চুরির বিষয়টি ফয়সালা করতে গেলে কাঞ্চন মিয়ার পক্ষের লোকজনদের সঙ্গে সংঘর্ষ বাধে। ফলে কয়েকজন গুরুতর আহত হন। গুরুতর অবস্থায় নুরুল্লার পক্ষের কুবাদ মিয়াকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর ওইদিন সন্ধ্যায় তিনি মারা যান। পরে তার ভাতিজা জাকারুলও একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ব্যাপারে নিহত কুবাদ মিয়ার স্ত্রী সুজাতা আক্তার বাদী হয়ে করিমগঞ্জ থানায় মামলা দায়েরের করেন। পুলিশ তদন্ত শেষে ২৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।
সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি অ্যাডভোকেট আ. ছালাম। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট নাসিরুদ্দিন ফারুকী ও অ্যাডভোকেট মহিউদ্দিন আহমদ।

প্রসঙ্গত:- ২০১২ সালে কিশোরগঞ্জের করিমগঞ্জের দুই কৃষক কুবেদ আলী ও জাকারিয়া খুন হন। এ ঘটনার পর দিন করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা করা হয়। আজ দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে ওই মামলার রায় ঘোষণা করা হল।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.