নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদের অপরাধে নারায়ণগঞ্জের ৭ ফার্মেসির জরিমানা

0

মুক্ত অনলাইন ডেস্ক

সাত ফার্মেসিকে বিভিন্ন অপরাধে এক লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকাল থেকে রাত পর্যন্ত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসনে আরা বিনা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামসুল আরেফীনের নেতৃত্বে নারায়ণগঞ্জ শহরে এ অভিযান চালানো হয়।

রাতে সদর উপজেলা কার্যালয়ে ইউএনও হোসনে আরা বিনা সাংবাদিকদের জানান, শহরের চাষাড়া ও চারারগোপ এলাকায় পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান।

এ সময় ওষুধের দাম বেশি রাখা, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও লাইসেন্স না থাকার অপরাধে লক্ষ্মী ফার্মেসি, শিরিন ফার্মেসি, লার্জ ফার্মা ও উজ্জ্বল ফার্মেসিসহ সাত ফার্মেসিকে মোট এক লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিপুল পরিমাণ নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.