ড্রোন উড়ছে ‘নিলুফা’ ভিলার ওপর
মুক্ত অনলাইন ডেস্ক
জঙ্গিদের গতিবিধি পর্যবেক্ষণে এখন নরসিংদীর মাধবদী গদাইরচর ‘নিলুফা ভিলা’সহ পুরো এলাকায় ড্রোন উড়ছে।
এরআগে দুই দিন ঘিরে রাখা জাঙ্গি আস্তানা নরসিংদীর মাধবদীর ‘নিলুফা ভিলা’ অবস্থানরত জঙ্গিদের আত্মসমর্পনের আহবান জানিয়েছে সোয়াত টিম। ১১ টা ৫০ মিনিট থেকে শুরু হওয়া অভিযানের পর নিলুফা ভিলা থেকে বিস্ফোরনের শব্দ পাওয়া যায়।
পরে পুলিশ বারবার জঙ্গিদের আত্ম সমর্পনের কথা বললেও জঙ্গিরা সংলাপে আসছেনা । সূত্র জানিয়েছে, ঢাকা থেকে নিয়ে আসা সংলাপে দক্ষটি একটি দলকে দুপুর ২টা পর্যন্ত সময় দিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট (সিটিটিসি)। এর মধ্যে জঙ্গিদের সংলাপে নিয়ে আসতে না পারলে অভিযান শুরু করা হবে। কিন্তু জঙ্গিরা সংলাপে আসছেনা।
আজ বুধবার বেলা সাড়ে ১১টায় সিটিটিসির প্রধান মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, গতকাল যেখানে অভিযান চালানো হয়েছিল, সেখানকার মতো এখানের জঙ্গিদেরও আত্মসমর্পণ করানোর চেষ্টা করেছি। দফায় দফায় তাদের নিগোশিয়েশনের নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। যেহেতু তাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট হত্যাকাণ্ডের অভিযোগ নেই, সেহেতু তাদের লঘু শাস্তি দেয়ার আশ্বাস দেয়া হয়েছে। নানাভাবে অভয় দেয়া হলেও তারা সংলাপে আসছে না।
মনিরুল বলেন, নিগোশিয়েশনে দক্ষ এমন একটি দক্ষ টিম ঢাকা থেকে নিয়ে আসা হয়েছে। তারা চেষ্টা করে যাচ্ছেন যাতে জঙ্গিদের সংলাপে নিয়ে আসা যায়। কারণ আমরা একটি রক্তপাতহীন অভিযান চালাতে চাই। যখন কোনো উপায়ন্তর থাকবে না, তখনই কেবল অভিযান শুরু হবে। বাড়িটিতে একাধিক জঙ্গির চলাচল লক্ষ্য করা গেছে বলেও তিনি জানান। মনিরুল বলেন, অন্তত দুই জঙ্গি সেখানে রয়েছে। যাদের কাছে বিস্ফোরক আছে। তবে ধারনা করা হচ্ছে, নিলুফা ভিলায় দুই জঙ্গি রয়েছেন। দুইজনই নারী।
মুক্ত প্রভাত/রাশিদুল