ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সাথে শিশু সুরক্ষা বিষয়ক সংলাপ

0

ঠাকুরগাঁও প্রতিনিধি-

আমিই পারি শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধ করতে এই প্রতিপাদ্যকে সামনের রেখে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সাথে শিশু সুরক্ষা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে এরিয়া প্রোগাম, ওয়ার্ল্ড ভিশনের বাংলাদেশ এর আয়োজনে ওয়ার্ল্ড ভিশন কার্যালয়ে এ সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এডিপি ম্যানেজার ওয়ার্ল্ড ভিশন লিওবার্ট চিসিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনছুর আলী।

এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার নেলসন সরেন, সুসময় মানখিন, পারুল বেগমসহ জেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শিশু সুরক্ষা বিষয়ক সংলাপে শিশুর প্রতি সহিংসতা ও নির্যাতন বন্ধের জন্য বিভিন্ন রকম পরামর্শ মূলক বক্তব্য উপস্থাপন করা হয় এবং সবাইকে সচেতন হওয়ার জন্য আহবান জানানো হয়।

হেনা আহমেদ/মুক্ত প্রভাত

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.