এবার ট্রাম্পের হুমকি ভারতের উপর!

0
ভারতের ওপর চরম ক্ষোভ প্রকাশ করলেন ট্রাম্প । মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর কড়া শুল্ক আরোপ করায় এ ক্ষোভ প্রকাশ করেন তিনি। সেই সাথে হুমকি দিলেন ভারতের সঙ্গে সব বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করার।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জি-৭ বৈঠকের মাঝে একটি সাংবাদিক সম্মেলনে যোগ দেন । সেখানে তিনি উল্লেখ করেন, ভারত আমাদের দেশ থেকে বেশ কয়েকটি পণ্য সামগ্রী আমদানি করে। সেসব পণ্যের কয়েকটিতে ১০০ শতাংশ আবার বেশ কয়েকটিতে ৭৫ বা ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। ভারত ছাড়াও আরো কিছু দেশ এমন করেছে।
ট্রাম্পের ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যেসব দেশ শুল্ক বৃদ্ধি করেছে সেসব দেশের সঙ্গে আমরা কথা বলেছি। প্রয়োজনে সেসব দেশের সঙ্গে আমরা বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করবো।’
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আরো বলেন, আমরা একাধিক পণ্যের ওপর শুল্ক নিই না। এতে এসব পণ্য সাধারণ মানুষের কাছে সহজলভ্য হচ্ছে এবং দেশগুলো লাভবান হচ্ছে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.