জামায়াত বিএনপি নেতা-কর্মীসহ ৬৬ জন গ্রেফতার

0

মুক্ত অনলাইন ডেস্ক

জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৬৬ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে জামায়াতের ৩ জন, বিএনপির একজন কর্মী ও মাদক মামলার ৬ জন আসামি রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত সাতক্ষীরা জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ইয়াবাসহ বেশ কিছু মাদকদ্রব্য। আটক ব্যক্তিদের বিরুদ্ধে ৩ টি মামলা দায়ের করা হয়েছে আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ২২ জন, কলারোয়া থানা থেকে ৪ জন, তালা থানা থেকে ৬ জন, কালিগঞ্জ থানা থেকে ৪ জন, শ্যামনগর থানা থেকে ১৯ জন, আশাশুনি থানা থেকে ৫ জন, দেবহাটা থানা থেকে ৩ জন ও পাটকেলঘাটা থানা থেকে ২ জনকে আটক করা হয়েছে।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত জানান, আটকদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.