প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করায় সিরাজগঞ্জে যুবক আটক
মুক্ত অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করে ভাবমূর্তি নষ্ট করায় নুরনবী (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। আটককৃত নুরনবী সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চৌদুয়ার গ্রামের সোনাউল্লাহর ছেলে।
থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে নুরনবী তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করে। যা স্থানীয় আওয়ামী লীগ নেতা সহ অনেকের নজরে আসে। পরে ওই রাতেই ভদ্রঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টিএম মোস্তফা জয় বাদী হয়ে নুরনবীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট ও ভাবমূর্তি নষ্ট করায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে। ঘটনার অভিযুক্ত আসামি নুরনবীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ বিষয়ে আসামি নুরনবীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইলফোন বন্ধ পাওয়া যায়। তার বাড়িতে গিয়েও তার সন্ধান পাওয়া যায়নি।
মুক্ত প্রভাত/রাশিদুল