রূপগঞ্জে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত, সুটারগান-গুলি উদ্ধার

0

রূপগঞ্জ প্রতিনিধি

রূপগঞ্জে ডাকাত-পুলিশের গুলি বিনিময়ে, আবুল নামে এক ডাকাত নিহত হয়েছেন। এসময় ১টি সুটার গান, ১টি ছেন ও ১রাইন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে আজ শনিবার রাত সোয়া ৩টায় এশিয়ান হ্ইাওয়ে সড়কের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল টেংরারটেক এলাকায়।

ইন্সেপেক্টর মোঃ রফিকুল হক জানান- সয়াবিন তেলের ট্রাক ডাকাতির ঘটনায় ৬ ডাকাতকে আটকের পর মালামাল উদ্ধারে নামে পুলিশ। এশিয়ান হাইওয়ের গোলাকান্দাইল টেংরারটেক এলাকায় পৌছা মাত্র ডাকাত দলের অন্য সদস্যরা তাদের ছিনিয়ে নিতে পুলিশের উপর গুলি ছুড়লে পুলিশও তাদের লক্ষ্য করে গুলি করে। এসময় আব্দুল হোসেন নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয়।

গুলিবিদ্ধ আবুল হোসেনকে নারায়ণগঞ্জ হাসপাতালে নিলে ডাক্তার আবুলকে মৃত বলে নিশ্চিত করেন। ঘটনাস্থল থেকে ডাকাত দলের ফেলে যাওয়া ১টা সুটার গান, ১টা ছেন ও ১রাউন্ড গুলি উদ্ধার করা হয়। মৃত ডাকাত আবুল হোসেনের বাড়ি সোনারগাও এলাকায় বলে জানা গেছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.