আগ্নিকান্ড মিয়ানমার রোহিঙ্গা শিবিরে
মুক্ত অনলাইন ডেস্ক
অগ্নিকান্ডে ঘটনা ঘটেছে মিয়ানমারের রাখাইনের একটি রোহিঙ্গা আশ্রয় শিবিরে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ নারীসহ অন্তত ছয় রোহিঙ্গার মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। দেশটির দমকল বাহিনীর বরাতে এ তথ্য জানা গেছে।
দমকল বাহিনীর কর্মকর্তা হ্যান সোয়ে জানিয়েছেন, এই অগ্নিকাণ্ডে আশ্রয় শিবিরের পনেরটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। তিনি জানান, এই অগ্নিকাণ্ডে নিহত হয়েছে ৬ জন। এদের মধ্যে একজন পুরুষ বাকি ৫ জন নারী। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
প্রসঙ্গত, গত বছর আগস্টে রাখাইনে কথিত সন্ত্রাসবিরোধী অভিযানে রোহিঙ্গাদের বাড়িঘরে অগ্নিসংযোগের পাশাপাশি হত্যাযজ্ঞে মেতে ওঠে মিয়ানমার সেনাবাহিনী।-সূত্র কালের কণ্ঠ ও চ্যানেল নিউজ এশিয়া
মুক্ত প্রভাত/রাশিদুল