মদপানে গেল তিন প্রাণ
মুক্ত অনলাইন ডেস্ক
মদপানে ৩ জনের মৃত্যু হয়েছে। ঝিনাইদহে কালীগঞ্জে শুক্রবার থেকে শনিবার সকাল পর্যন্ত বিভিন্ন সময়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরো দুইজন অসুস্থ হয়ে কালীগঞ্জ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
নিহতরা হলেন- কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া গ্রামের বিমল বিশ্বাসের পুত্র বিকাশ বিশ্বাস, কালীবাড়ি এলাকার বিমল কর্মকারের পুত্র টিটো কর্মকার ও কলেজপাড়ার অখিল ড্রাইভারের পুত্র মুন্না দাশ।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইউনুছ আলী জানান, পূজা উপলক্ষে অতিরিক্ত মদপানে তিনজনের মৃত্যুর ঘটনা হয়েছে। যশোর এবং কোঁটচাদপুর থেকে মদপান করে অসুস্থ হয়ে পড়লে তাদের কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাদের যশোর মেডিকেল কলেজে নেয়া হলে কর্তব্য ডাক্তার মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, কোথা থেকে মদ কিনেছে সেই বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুসাইন শাফায়াত জানান, অতিরিক্ত মদপান করা পাঁচজনকে হাসপাতালে ভর্তি হয়। এদের মধ্যে তিনজন মারা গেছেন। মদের সঙ্গে বিষাক্ত কিছু ছিল কিনা তা ময়নাতদন্ত করার পর জানা যাবে।
মুক্ত প্রভাত/রাশিদুল