নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে সংসদে প্রতিনিধিত্বকারী দল নিয়ে- এরশাদ
মুক্ত অনলাইন ডেস্ক
আমরা সম্মিলিত জাতীয় জোটের ব্যানারে তিনশ আসনে নির্বাচন করব। তবে পরিবর্তন হতে পারে। এজন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। সংসদে প্রতিনিধিত্বকারী সবদল নিয়ে নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে। নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে। আমরা সুষ্ঠ নির্বাচন চাই। সম্মিলিত জাতীয় জোটের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এসব কথা বলেছেন।
আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টি আয়োজিত মহাসমাবেশে বক্তৃতায় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেন- একটা পরিবর্তন দরকার। মানুষ পরিবর্তন চায়। দেশে পরিবর্তনের ঢেউ লেগেছে। মানুষ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায় বলে মন্তব্য করেছেন তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আগামী নির্বাচনে আমরা ৩০০ আসনে প্রার্থী দিব। জোটগত ভাবে নির্বাচন করব। রাজনৈতিক মেরুকরণ হবে। তিনি আরো বলেন, জাতীয় পার্টি দেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। একইসঙ্গে সংসদে প্রতিনিধিত্ব আছে এমন দল থেকে নির্বাচনকালীন সরকার গঠনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
এরঅগে আজ শনিবার বেলা ১১ টার দিকে জাতীয় পার্টি রাজধানীর সমাবেশ শুরু হয়। সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশে মঞ্চে উপস্থিত রয়েছেন সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ ও কো-চেয়ারম্যান জিএম কাদের। জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, জিয়া উদ্দিন বাবলু, মুজিবুল হক চুন্নু, খেলাফত মজলিশের নায়েবে আমীর জোবায়ের আহমদ আনসারী প্রমুখ। দেশের ৬৪ জেলা থেকে নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে এসেছেন সমাবেশে। নেতাকর্মীদের স্লোগানে মুখরিত সোহরাওয়ার্দী উদ্যান।
মুক্ত প্রভাত/রাশিদুল